Thursday, May 14, 2020

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তানের এক সংবাদের মাধ্যমে।



নিজস্ব প্রতিবেদন:- বলিউডের অভিনেতাকে খুনি বানিয়ে দিলো পাকিস্তানের সংবাদের মাধ্যমে, আমির খান খুনি বলে পাকিস্তানের নিউজযে সরাসরি সম্প্রচার করে, সঙ্গে তার ছবিও দেখায় সেই সংবাদের মাধ্যমে।

জানা গেছে যে বিভ্রান্তির কারণে লুকিয়ে রয়েছে আমির খানের নামের মধ্যে, সেখানকার একটি দুটি খুনের অভিযোগ পাকিস্তানের MQM নেতা সম্প্রতি ছাড় পেয়েছেন তিনি, এই খবরটি পাকিস্তানের সংবাদ এর মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল।

ছবিটি বলিউড অভিনেতা আমির খানের, কিছুক্ষণ ভুল ছবিটি সম্প্রচারিত হওয়ার বিষয় টি যখন নির্দিষ্ট নিউজ চ্যানেলে কতৃপক্ষ নজরে আসে সেই মুহূর্ত খবরটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

খবরে স্কিনশট বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইলা ইনায়াত নামে এক সাংবাদিক, তিনি খবরটি স্ক্রিনশট দিয়ে লেখেন খবরের হেডলাইন লেখেন দীর্ঘ 17 বছর পর এমকিউএম নেতা আমির খান দুটো খুনের ঘটনায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন তিনি। তিনি টুউইট করে বলেন ,জানতাম না তো ভারতের বলিউড অভিনেতা আমির খান পাকিস্তানে ১৭ বছর ছিলেন।


ভারতকে স্বামীজীর দেওয়ার নীতি উপর ডাক দিল প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদি!


নিজেস্ব পাতিবেদন:-স্বামী বিবেকানন্দ বলেছেন, ভারতের মাটিতে এতো কিছু হয়ে যাওয়ার যুবকেরা বুঝলে ভারতকে বিশ্বগুরু করা সম্ভব, এই দুঃখের বিষয় যে আজ ভারত স্বাধীন হওয়ার পর স্বামী বিবেকানন্দের কথা চলতে কেউ শিখিনি।

বিদেশি জিনিসপত্র ছেড়ে দেশীয় প্যান্ট বা ধুতি পড়ে, স্বাস্থ্যকে সুস্থ রাখার সাথে সাথে দেশের টাকা দেশেই রাখতে বাধিত করে, যেভাবে ড্রিঙ্ক করার পরিবর্তে আখের রস খেলে স্বাস্থ্যের সাথে দেশের কৃষি সাফল্য হতে পারে. এই সমস্ত কথা শুনলে বেশিরভাগই ভারতীয় মুখ ঘুরিয়ে নেয়।

আজ বিশ্বে যত দেশ আর্থিক মহাশক্তি হয়েছে সমস্ত দেশ স্বদেশের উপর ভর করে, যেসব দেশ আমেরিকা চীন ও স্বদেশী কে প্রচার করে আজ বিশাল GDP এর রচয়িতা হয়েছেন, শুধু এই না ভারতকে অতীতে সোনার পাখি হিসেবে পরিচয় পাওয়া যায়, ভারতকে স্বনির্ভরতার উপর ঘর করে চলত।

এখনো ভারতকে মহাশক্তি দেশ হতে হলে স্বামী বিবেকানন্দর নীতির প্রতি চলতে হবে সবাইকে, আজ লকডাউন এ দেশকে বড় ইঙ্গিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কুড়ি লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা একটি বিষয়ের ওপর জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী ত্রাণ ফান্ডের দান করার জন্য দেশীয় কোম্পানিগুলো এগিয়ে এসেছে, আরেকদিকে ভারত থেকে কোটি কোটি টাকার কামানোর সাবান কোম্পানি বিভিন্ন ড্রিংকস কোম্পানি বা সিগারেটের বিদেশি কোম্পানিগুলো কোন টাকাও দেয়নি।

তাইওয়ানে হাত বাড়িয়ে দিচ্ছে ভারত? রাগ হচ্ছে চীনের ড্রাগেন




নিজেস্ব পাতিবেদন:- চীন তাইওয়ানকে বারবার তাদের অংশ মনে করেন , তাইওয়ান যখন বিশ্ব স্বাস্থ্য সভা অংশ নেওয়ার জন্য ভারতের কাছে সাহায্য চেয়ে ছিলেন, তখন নয়াদিল্লিতে চীনের দ্রুত বাসের প্রক্রিয়া ঘটে।

চীনের দ্রুতবাসের বলে জানান, বিশ্ব স্বাস্থ্য সংগঠন তাদের সমস্ত প্রতিনিধিদের তাইওয়ানি এলাকার অংশ দায়িত্ব চীনের অবস্থান, ওয়ান চাইনা সিদ্ধান্তে সামলানো উচিত।

করোনা বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ান অনেকটাই সফলতা অর্জন করেছে, তাইওয়ানের সঙ্গে ভারতের কোন সম্পর্ক না থাকায় পরেও কয়েক সপ্তাহে দশ লক্ষ ম্যাক্স পাঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দান বিশ্বস্বাস্থ্য সংগঠনের অংশ নেওয়ার জন্য ভারতের সমর্থন প্রান্তের গ্রহণ মাত্র।

জঙ্গিসংগঠনগুলিকে পুরোদস্তর সাহায্য করছে ইসলামাবাদ ?

জঙ্গিসংগঠনগুলি পাকিস্তানের সাহায্যের তালিকা মধ্যে আছে।



নিজস্ব প্রতিবেদন:- সূত্রে জানা গেছে, পাকিস্তানের ন্যাশনাল প্রতিক্রিয়া প্লাননের দাবি, জঙ্গি কার্যকলাপ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন বিদেশের  দফতরের দাবি করলেন, যে সন্ত্রাসবাদের আঁতুড়ঘরে জঙ্গি সংগঠনগুলোকে অর্থ সরবরাহ।

 নিয়োগ পুরোদস্তর হচ্ছে। লস্কর-ই-তইবা, জইশ-ই-মোহাম্মদ মতো আন্তর্জাতিক তকমা পাওয়া সংগঠনগুলিকে পাকিস্তান এসব রকম ভাবে সাহায্য করে চলেছে।

জইশ-ই-মোহাম্মদ মতে জঙ্গি সংগঠন গুলি আরো বাড়বাড়ন্ত হয়েছে ইমরান খানের জামানায়।পাকিস্থানে বসেই বিদেশের মাটিতে নাশকতার ছক কষা হচ্ছে বলে দাবি মার্কিন যুক্তরাষ্ট্ররে। এইজন্য ইসলামবাদের তরফে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে অভিযোগ।

"গরিব মানুষগুলো প্রাণের দাম কি এতই কম? সরকার কী করছে?"

৬ পরিযায়ী শ্রমিক, দেহ পড়ে রইল রাস্তা।


সূত্রে জানা গেছে:- ঔরঙ্গাবাদের এর মর্মান্তিক দুর্ঘটনা শিক্ষা এখনও। তাই আরো একবার বলি হতে হল সেই পরিযায়ী শ্রমিকদের। তারা পাঞ্জাব থেকে ফিরছিলেন মৃত ৬ জনের মধ্যে দুইজনের বাড়ি বিহারে, আর চারজনের মধ্যে একজন গোপালগঞ্জ আরেকজন পাটনা একজন ভোজপুরের বাসিন্দা।

পরিযায়ী শ্রমিকরা যখন বিদেশ থেকে ফেরার পথে রাতে রাস্তায় শুয়ে ছিল, তখন সেই শ্রমিকদের উপর দিয়ে চলে গেল সরকারি বাস। উত্তরপ্রদেশের মুজাফ্ফরানগরে ধাক্কায় মৃত্যু হল ৬ পরিযায়ী শ্রমিকের। গুরুতর আহত আরো ২ জন।

পুলিশ জানিয়েছে বুধবার রাতে এগারোটার নগদ দুর্ঘটনা ঘটেছে, বাসে কোনো যাত্রী ছিল না, চালক স্বাভাবিকের থেকে অনেক জোরে বাস চালাচ্ছিলেন। সেই জন্য এই দুর্ঘটনাটি ঘটে যায়। বাসটি ঝড়ের গতিতে আসছিল সামনে পরিযায়ী শ্রমিকদের দেখেও নিয়ন্ত্রণে রাখতে পারেনি চালক। তাদেরকে ধাক্কা মেরে সেখান থেকে সেই বাস চালক পালিয়ে যায়।

বাসের চাকায় লাগিয়ে থেকে ৬ দেহ, দাদা পাকিয়ে দেহগুলি পড়ে থাকে সেই রাস্তাতেই। বাকি চার-পাঁচ জন রক্তাক্ত অবস্থায় সেখানে পড়েছিলেন। এলাকাটি অন্ধকার হয়ে যাওয়ায় ঠিক কতজন রাস্তায় পড়েছিল তা দেখতে পারেনি প্রত্যক্ষদশীরাও।

পরে তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনার পর দুঃখ প্রকাশ করেন উত্তর প্রদেশের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি প্রশাসনিক কর্তাদের নির্দেশ দেন, যাতে আর কোনো পরিচয় শ্রমিক হেঁটে না বাড়ি ফেরেন, সেই ব্যাপারে কড়া নজর রাখতে।

এই ঘটনায় সরকারকে কটাক্ষ করে টুইট করেন প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব, তিনি বলেন গরীব মানুষগুলোর প্রাণের দাম কি এতই কম, প্রথমে ট্রেনের পরে তারপর বাসে পড়ে মরতে হবে ওদের, সরকার কি করছে।

Tuesday, May 12, 2020

ভারতের লাদখে যুদ্ধবিমান নিয়ে হাজির ভারতীয় বায়ুসেনা,কেনো চীনের চাপ সীমান্তে?

গত কয়েক বছরে সীমান্তে যা করেনি করোনা ভয়াবহ মধ্যে, নিজেদের সীমান্তে অতিরিক্ত মাত্রা সেনাবাহিনীর চাপ বাড়িয়ে দিলো চীন।




সার সংক্ষেপ:- সূত্রে খবর পাওয়া গেছে, বারবার চীনা সামরিক বাহিনী হেলিকপ্টার উড়তে দেখা গেছে ভারতের সীমান্তে বায়ুসেনা সতর্ক করে দিয়েছেন। সীমান্তে চিনা হেলিকপ্টারে গতিবিধি পাওয়া গেছে এই রিপোর্টটি ভারতীয় বায়ুসেনারা তৎক্ষণাৎ ভারতীয় যুদ্ধবিমান লাদখ সেক্টরে সীমান্তে নিয়ে যাওয়া হয়। 

সূত্রে এও জানা গেছে বেশ কয়েক বছরে এইভাবে কখনো সীমান্তে চীন বায়ুসেনা এত সংখ্যক পাঠায়নি। চীন ভারতের সীমান্ত লঙ্ঘনের যে চেষ্টা করেছে তাতে চিন্তা বেড়েছে ভারতীয় বায়ুসেনার। গত কয়েক সপ্তাহে ভারত ও চীনের সেনা পূর্বে নাদখের বেশ কঠিন লড়াইতে রত ছিল।

উত্তরের তীরে সামরিক বাহিনীর মধ্যে এ সংঘর্ষ শুরু হয়েছিল। পরদিন সকালের কথা বিনিময় থেমেছিল, যে সময়ে লড়াই করতো ভারতীয় ও চীনা সেনা জখম হত তারা। যাতে প্রায় দুই দিকে 200 সেনা যুক্ত ছিল, পরে পরিস্থিতি সামলাতে সীমান্ত এলাকার অতিরিক্ত সেনা মোতায়ন করা হয়।


Monday, May 11, 2020

ভারতের বায়ুসেনা যেকোনো সময় হামলা করতে পারে? কাশ্মীর সীমানায় টহল বাড়িয়ে দিল পাকিস্তান


ভারত-পাকিস্তানের চরম উত্তেজনায় ভয়ে দিন কাটছে পাকিস্তান 


সার সংক্ষেপ:- ভারত শাসিত কাশ্মীরের পুলওয়ামায় ভারতের নিরাপত্তা বাহিনীর উপর হামলা করে, তারপর 26 শে ফেব্রুয়ারি ভোররাতে পাকিস্তানের সীমা অতিক্রম করে, জইশ-ই-মোহাম্মদ জঙ্গির সংগঠনে ঘাঁটি ধ্বংস করে দেয়, বহু সংখ্যক জঙ্গী মারা গেছে বলে জানিয়েছেন ভারতীয় বাহিনী

তাই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, বলেছেন যেকোনো সময়ে ভারতীয় সেনাবাহিনী আক্রমণ করতে পারে পাকিস্তানের উপর, পাকিস্তান যতবার ভারতের উপর হামলা করেছে ততোবারই ভারতীয় সেনার পাল্টা জবাব দিতে পিছু হটেনি।

ভারতীয় সেনারা সার্ভিলেন্স সিস্টেম দিয়ে তাদের উপর বারবার নজরদারি করছে, 14 ই ফেব্রুয়ারি ভারতের নিয়ন্ত্রিত কাশ্মীরের পুলওয়ামাতে একদল জঙ্গি হামলায় 40 জন ভারতীয় সেনা নিহত হন। 

এরপর ভারতীয় সেনা সার্জিক্যাল স্ট্রাইক মাধ্যমে পাকিস্তানের কিছু জঙ্গি ঘাঁটিতে আক্রমন করে, তাদের কিছু জঙ্গি ঘাঁটি বায়ুসেনার মাধ্যমে গুলি বোমা দিয়ে উড়িয়ে দেয়, তারপর থেকে পাকিস্তানি সেনারা ভারতের বায়ুসেনার উপর গতিবিধি নজর রাখছে পাকিস্তানের সেনারা।

  




যারা ভারতকে সমর্থন করছে তাদের গুলি করে উড়িয়ে দেব বললেন পাকিস্তানি মন্ত্রী

 ইমরান খান সেপ্টেম্বরের কাশ্মীরকে নিয়ে ভারতের বিরুদ্ধে রাগ দেখিয়ে ছিলেন।


কাশ্মীরকে নিয়ে সারা বিশ্বের কোন দেশ আজ পাকিস্তানের পাশে নেই, তারপর সেই দেশের নেতারা কিছু কাহিনী ফাঁস করতে ছাড়ছেন না, ভারতের পাশে থাকা সেই দেশ গুলি কে মিসাইল দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিল পাকিস্তানের এক মন্ত্রী।

পাকিস্তানের কাশ্মীর বিষয়ক মন্ত্রী আলি আমিন মঙ্গলবারে বলেন, কাশ্মীর কে নিয়ে ভারতের সঙ্গে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তাতে যদি আরো বেশি হয়ে যায়, তাহলে যুদ্ধ করতে বাধ্য হবে পাকিস্তান, যে সকল দেশ কাশ্মীর কে নিয়ে ভারতকে সমর্থন করছে, তাদেরকে শত্রু বলে গণ্য করবে পাকিস্তান, তখন লক্ষ লক্ষ মিসাইল ছাড়বে পাকিস্তান তাদের ওপর।

সেপ্টেম্বরে কাশ্মীর নিয়ে ভারতের বিরুদ্ধে রাগ দেখিয়েছিলেন ইমরান খান, রাষ্ট্রসংঘের সাধারণ সভায় ইমরান খান বলেন, দু'দেশের মধ্যে যুদ্ধ হলে অনেকটাই ক্ষতিগ্রস্ত হতে পারে, দুটি পরমাণু শক্তিধর দেশের যুদ্ধে তখন তার ফল দেশের সীমানার মধ্যে আটকে থাকে না।

Sunday, May 10, 2020

হিন্দু খ্রিস্টানদের উপর চালাচ্ছে অকথ্য অত্যাচার! পাকিস্তানকে হুঁশিয়ারি ট্রাম্পের

 হিন্দু ও খ্রিস্টানদের খাবার দিতে অস্বীকার করলেন সায়লানি ওয়েলফেয়ার একটি বেসরকারি সংস্থা।


করোনা সংক্রমণে সারাবিশ্বে অর্থনৈতিক বিপর্যয় খাদ্য সংকটে পড়েছে, সারাবিশ্বে অগণিত মানুষ এই সময় ধর্ম জাতিগত পাকিস্তানের হিন্দু বা খ্রিস্টানদের খাদ্য দিতে না চাওয়ায় পাকিস্তানকে সতর্ক করলেন মার্কিন সরকারি সংস্থা। ইসলামবাদকে কড়া হুঁশিয়ারি জানিয়েছে মার্কিন সরকারি সংস্থা, আর বলেছেন সকলের কাছে খাবার পৌঁছে দিতে হবে।

আমেরিকার আন্তর্জাতিক অণুরিমা ভার্গভ, ধর্মীয় স্বাধীনতার সংস্থার কমিশনার বলেছিলেন "কোভিড-১৯, ভাইরাসটি দ্রুত ছড়িয়ে পড়ছে।পাকিস্তানের নিজস্ব পরিবারকে সুস্থ রাখার জন্য অন হারের সঙ্গে লড়াই করে যাচ্ছে।

কারো ধর্মীয় বিশ্বাসের জন্য এভাবে তাঁকে খাদ্য সাহায্য থেকে বাদ দেওয়া উচিত নয়। সায়লানি ওয়েলফেয়ার বেসরকারি সংস্থা পাকিস্তানে হিন্দু ও খ্রিস্টানদের খাদ্য সাহায্য দিতে অস্বীকার করেন।এসব একেবারেই বরদাস্ত করা যাবে না। অণুরিমা ভার্গভ, হিন্দু , মুসলিম, খ্রিস্টান, সকলের মধ্যে যাতে যত খাদ্য সমান ভাগে ভাগ করে দায় হয়। পাকিস্তানের সরকারের এই বিষয়টিতে আলোচনা করা হয়েছে।

 সায়লানি ওয়েলফেয়ার বেসরকারি সংস্থা বলে ছেন শুধুমাত্র মুসলিমদের জন্য সংরক্ষিত। এইভাবে খাবার নিয়ে ধর্মভিত্তিক বৈষম্য পাকিস্তানের যেন আর না হয়। এই বিষয়টিকে সতর্ক করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডলার ট্রাম।

হলদিবাড়িতে পাড়ার মহিলারা মদের ভাটিখানায় ভিক্ষোব দেখালো

পাড়ার মহিলারা মদের ভাটিখানায় ভিক্ষোব দেখালো। মহিলারা বলসেন লোকজন নানান জায়গা থাকে আসছে মদের ভাটিখানায় তাই পাড়ার মহিলারা আর কিছু করতে না পাড়ায়  বিক্ষোভ করলেন।


তারা বলেসেন তারা পুলিশ প্রশাসন কে জানিয়েসেন তবুও কোনো কাজ হয়নি তাই তারা বিক্ষোভ দেখানলান। পাথর ইট সূরে মারে তাদের মধ্যে কিছু লোক আঘাত পায় বাকি সবই পালিয়ে যায়।

 তারপর পুলিশ সেখানে গিয়ে কিছু মহিলাকে  গেপ্তার করে সেখান কার পরিস্থিতি আয়াতে আনে। সেখানকার পুলিশ তাদের সঙ্গে কথা বলে। পাড়ার মহিলারা বলেন লোকজন নানান জায়গা থাকে আসছে মদের ভাটিখানায় তারা বলসেন তারা যেন সেই ভাটিখানাটি বন্দ করে দায়।

তারা বলসেন গ্রামে মধ্যে ভাটিখানা তাদের বাড়িতে থাকা যাসছে না তাদের বাড়িতে বাচ্চা আছে এই ভাবে যদি ভাইরাস ছাড়াবে তাদের কি হবে তাই বিক্ষোভ জানালেন গ্রামে কিছু মহিলা। পুলিশ পোশাসন তাদের যদি সাহায্য না করে তাদের কি হবে এই পরিবেশের কি ভায়াভয় অবস্থা হতে পাড়ে। মদের দোকানে কোনো দূরত্ব মানা হচ্ছে না।



পাকিস্তানকে হামলা করার জন্য পস্তুতি নিসছে ভারত আর না পালটা জবাব

পাকিস্তানকে হামলা করার জন্য পস্তুতি নিসছে ভারত আর না



এয়ারস্ট্রাইকের পালটা হামলার পাকিস্তানের কিছু জায়গা যে ভাবে তারা ভারতের পাকিস্তানি সেনা বারবার হামলা করে একার পর এক হামলা করে যাচ্ছে একার পর এক ভারতীয় সেনা মারা যাচ্ছে তাই আবার আর না।

ভারত সেনারা বলছেন পাল্টা জবাব দিতে তারা পিছপা হন না হাত পা ধরে ট্রেনে এগিয়ে দিয়েছে ভারত দেশের রাজনীতি না হলে।

এসব হামলার কড়া জবাব দিতেন দেশের সেনারা এক সেনা সোশ্যাল মিডিয়ার সাহায্যে বলেছেন কয়েক দিন আমাদের সময় দিন লাহোরে ঢুকে পাকিস্তানি সেনাদের কে মেরে আসবো।

 ওদের জঙ্গিরা আমাদের 40 জন কে মেরেছে আমরা এখনো পর্যন্ত ওদের 400 জনকেমেরে আসতে পারি আমাদেরকে আটক করবেন না আর কতদিন সার্জ করতে হবে।

তাই ভারতীয় সেনা পাকিস্তানের অবৈধভাবে জায়গা দখল কার পস্তুতি নিচ্ছে ভারতীয় সেনা। ভারতের কিছুটা অংশ পাকিস্তানে অবস্থা তাই সেই বাকি অংশ কেড়ে নেওয়ার খুবই দরকার তাই ভারতীয় সেনারা খুব শিগগিরই সেই বাকি অংশটা নেওয়ার চেষ্টা করবে তারা।

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তানের এক সংবাদের মাধ্যমে। নিজস্ব প্রতিবেদন:-  বলিউডের অভিনেতাকে খুনি বানিয়ে দিলো পাকিস...