Thursday, May 14, 2020

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তানের এক সংবাদের মাধ্যমে।



নিজস্ব প্রতিবেদন:- বলিউডের অভিনেতাকে খুনি বানিয়ে দিলো পাকিস্তানের সংবাদের মাধ্যমে, আমির খান খুনি বলে পাকিস্তানের নিউজযে সরাসরি সম্প্রচার করে, সঙ্গে তার ছবিও দেখায় সেই সংবাদের মাধ্যমে।

জানা গেছে যে বিভ্রান্তির কারণে লুকিয়ে রয়েছে আমির খানের নামের মধ্যে, সেখানকার একটি দুটি খুনের অভিযোগ পাকিস্তানের MQM নেতা সম্প্রতি ছাড় পেয়েছেন তিনি, এই খবরটি পাকিস্তানের সংবাদ এর মাধ্যমে সম্প্রচারিত হয়েছিল।

ছবিটি বলিউড অভিনেতা আমির খানের, কিছুক্ষণ ভুল ছবিটি সম্প্রচারিত হওয়ার বিষয় টি যখন নির্দিষ্ট নিউজ চ্যানেলে কতৃপক্ষ নজরে আসে সেই মুহূর্ত খবরটি স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে।

খবরে স্কিনশট বিষয়টি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন নাইলা ইনায়াত নামে এক সাংবাদিক, তিনি খবরটি স্ক্রিনশট দিয়ে লেখেন খবরের হেডলাইন লেখেন দীর্ঘ 17 বছর পর এমকিউএম নেতা আমির খান দুটো খুনের ঘটনায় অভিযোগ থেকে অব্যাহতি পেলেন তিনি। তিনি টুউইট করে বলেন ,জানতাম না তো ভারতের বলিউড অভিনেতা আমির খান পাকিস্তানে ১৭ বছর ছিলেন।


No comments:

Post a Comment

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তান

আমির খানকে একজন খুনী হিসেবে ঘোষণা করলেন পাকিস্তানের এক সংবাদের মাধ্যমে। নিজস্ব প্রতিবেদন:-  বলিউডের অভিনেতাকে খুনি বানিয়ে দিলো পাকিস...