নিজেস্ব পাতিবেদন:- চীন তাইওয়ানকে বারবার তাদের অংশ মনে করেন , তাইওয়ান যখন বিশ্ব স্বাস্থ্য সভা অংশ নেওয়ার জন্য ভারতের কাছে সাহায্য চেয়ে ছিলেন, তখন নয়াদিল্লিতে চীনের দ্রুত বাসের প্রক্রিয়া ঘটে।
চীনের দ্রুতবাসের বলে জানান, বিশ্ব স্বাস্থ্য সংগঠন তাদের সমস্ত প্রতিনিধিদের তাইওয়ানি এলাকার অংশ দায়িত্ব চীনের অবস্থান, ওয়ান চাইনা সিদ্ধান্তে সামলানো উচিত।
করোনা বিরুদ্ধে লড়াইয়ে তাইওয়ান অনেকটাই সফলতা অর্জন করেছে, তাইওয়ানের সঙ্গে ভারতের কোন সম্পর্ক না থাকায় পরেও কয়েক সপ্তাহে দশ লক্ষ ম্যাক্স পাঠিয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই দান বিশ্বস্বাস্থ্য সংগঠনের অংশ নেওয়ার জন্য ভারতের সমর্থন প্রান্তের গ্রহণ মাত্র।
No comments:
Post a Comment