নন্দীগ্রামে রেশন ডিলারের পতি আগুন জ্বালো রেশনে কম দেয়ার তাদের পাতি বিক্ষোভ দেখালেন ধুমধুম-র গ্রাম পতিবাসী।
গ্রামবাসী পুলিশ পোশাসনকে জানিয়ে ছিলেন তবুও কোনো কাজ হয় নি। তারপর ৩মে ,২০২০ রবিবার পতিবাসী রেশন তুলতে গিয়ে হাতে নাতে ধরলো সেই রেশন ডিলার কে তারপর মারধর করে তাকে তার মোটর বাইক ভাঙ্গে নদীতে ফলে দেয়। রেশন ডিলারের দোকানে ভাংচুর করে পতি বাসীরা।
গ্রাম পতিবাসী বিক্ষোব দেখে রেশন ডিলার সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে ব্লক অফিসার আসন , পুলিশ অধিকার ওখানে আসন সেখানে নিয়তনে আনে। পুলিশ পশাসন কে গ্রামবাঁশি ঘিরে ধরে বলেন এর আগে থাকে আমাদের কে চাল, ডাল, কম দিতো বলে জানাতেন। এর সঙ্গে বলেন তাকে গেপ্তার করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন যে দোষী তাকে যাতায়াতো শাস্তি দেয়া হবে। রেশন ডিলারকে সাস্পেন করে দিয়েছেন। সাধারণ মানুষ চাইছেন তাকে যেন গেপ্তার করা হয়।
পুলিশ অধিকারীরা বলছেন, সেই রেশন ডিলার কিছু মৃত মানুষের রেশন কার্ড জমা না করে, সেই নামে এত দিন রেশন তুলছিলেন, মৃত মানুষের কার্ড গুলো ব্লক অধিকারী অফিসে জামা করার কথা।
কেউ মারা গেলে তার রেশন কার্ড সরাসরি সেই কার্ড ব্লক আপিসে জামা করে।
গ্রামবাসী পুলিশ পোশাসনকে জানিয়ে ছিলেন তবুও কোনো কাজ হয় নি। তারপর ৩মে ,২০২০ রবিবার পতিবাসী রেশন তুলতে গিয়ে হাতে নাতে ধরলো সেই রেশন ডিলার কে তারপর মারধর করে তাকে তার মোটর বাইক ভাঙ্গে নদীতে ফলে দেয়। রেশন ডিলারের দোকানে ভাংচুর করে পতি বাসীরা।
গ্রাম পতিবাসী বিক্ষোব দেখে রেশন ডিলার সেখান থেকে পালিয়ে যায়। তারপর সেখানে ব্লক অফিসার আসন , পুলিশ অধিকার ওখানে আসন সেখানে নিয়তনে আনে। পুলিশ পশাসন কে গ্রামবাঁশি ঘিরে ধরে বলেন এর আগে থাকে আমাদের কে চাল, ডাল, কম দিতো বলে জানাতেন। এর সঙ্গে বলেন তাকে গেপ্তার করতে হবে।
খাদ্যমন্ত্রী বলেন যে দোষী তাকে যাতায়াতো শাস্তি দেয়া হবে। রেশন ডিলারকে সাস্পেন করে দিয়েছেন। সাধারণ মানুষ চাইছেন তাকে যেন গেপ্তার করা হয়।
পুলিশ অধিকারীরা বলছেন, সেই রেশন ডিলার কিছু মৃত মানুষের রেশন কার্ড জমা না করে, সেই নামে এত দিন রেশন তুলছিলেন, মৃত মানুষের কার্ড গুলো ব্লক অধিকারী অফিসে জামা করার কথা।
কেউ মারা গেলে তার রেশন কার্ড সরাসরি সেই কার্ড ব্লক আপিসে জামা করে।
No comments:
Post a Comment